Dhaka ০৮:৫১ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

শোকাচ্ছন্ন পরিবেশে ঈদ উদযাপন করছে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

নিউজ ডেস্ক
  • আপডেট : ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪
  • / 31

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শোকাচ্ছন্ন পরিবেশে বিএনপির নেতাকর্মীদের ঈদ উদযাপন করতে হচ্ছে। তাদের ঘরে ঘরে আজ সন্তান গুম বা বিচার বহির্ভূত হত্যার শোক।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা এক দুঃসময় পার করছি। আমাদের বিএনপির নেতাকর্মীদের ঈদ পালন করতে হয় শোকাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে। যার বাসায় যাব, দেখবো গুলিতে তার এক পা পঙ্গু, না হলে তার চোখ অন্ধ।’

তিনি আরও বলেন, ‘যদি কোনো বিএনপি নেতাকর্মীর বাসায় যাই, দেখবো সেই পরিবারের একটি সন্তান গুম হয়ে গেছে। অথবা তার সন্তানটি কিছু দিন আগেই বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। তাই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ঈদের আনন্দ যেন এক নিরানন্দ পরিবেশের মধ্যে পালন করতে হয়।’

সাধারণ জনগণ কষ্টে আছে উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘ঈদের আগে বাজারে তেমন ভিড় নেই। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, বিশেষ করে খাদ্যপণ্যের। একটা লেবুর দাম ২৫ থেকে ৩০ টাকা। ইফতারের জন্য মানুষ লেবু কিনতে পারে না। চিনি অধরা থেকে গেছে। এই তো দেশের পরিস্থিতি!’

শেয়ার করুন

শোকাচ্ছন্ন পরিবেশে ঈদ উদযাপন করছে বিএনপির নেতাকর্মীরা: রিজভী

আপডেট : ১০:৪৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১০ এপ্রিল ২০২৪

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শোকাচ্ছন্ন পরিবেশে বিএনপির নেতাকর্মীদের ঈদ উদযাপন করতে হচ্ছে। তাদের ঘরে ঘরে আজ সন্তান গুম বা বিচার বহির্ভূত হত্যার শোক।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে রাজধানীর শেওড়াপাড়ায় ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন।

রিজভী বলেন, ‘আমরা এক দুঃসময় পার করছি। আমাদের বিএনপির নেতাকর্মীদের ঈদ পালন করতে হয় শোকাচ্ছন্ন পরিবেশের মধ্য দিয়ে। যার বাসায় যাব, দেখবো গুলিতে তার এক পা পঙ্গু, না হলে তার চোখ অন্ধ।’

তিনি আরও বলেন, ‘যদি কোনো বিএনপি নেতাকর্মীর বাসায় যাই, দেখবো সেই পরিবারের একটি সন্তান গুম হয়ে গেছে। অথবা তার সন্তানটি কিছু দিন আগেই বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে। তাই বিএনপি নেতাকর্মীদের বাড়িতে ঈদের আনন্দ যেন এক নিরানন্দ পরিবেশের মধ্যে পালন করতে হয়।’

সাধারণ জনগণ কষ্টে আছে উল্লেখ করে রিজভী আরও বলেন, ‘ঈদের আগে বাজারে তেমন ভিড় নেই। দ্রব্যমূল্যের এত ঊর্ধ্বগতি, বিশেষ করে খাদ্যপণ্যের। একটা লেবুর দাম ২৫ থেকে ৩০ টাকা। ইফতারের জন্য মানুষ লেবু কিনতে পারে না। চিনি অধরা থেকে গেছে। এই তো দেশের পরিস্থিতি!’