Dhaka ০৯:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

২ প্রসূতির মৃত্যুর কারণ জানাল রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল

নিউজ ডেস্ক
  • আপডেট : ০৬:১৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
  • / 79

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর দুই নারীর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য বিভাগে দুটি প্রতিবেদন দেওয়া হয়েছে। হাসপাতালটি থেকে শনিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনোয়ারুল কবিরের কাছে প্রতিবেদন দুটি দেওয়া হয়।

ডা. কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সিজারিয়ান অস্ত্রোপচারের আগে আইভি ফ্লুইড স্যালাইন দেওয়া হয়েছিল ওই নারীদের। পরে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এরপর কিডনির কার্যক্ষমতা কমে তাদের মৃত্যু হয়। এছাড়া আরও এক নারীর শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়েছিল। কয়েকদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডা. কবির আরও বলেন, শুক্রবার বিষয়টি জানার পরে আমি ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে প্রতিবেদন চেয়েছিলাম। তারা আজ (শনিবার) দুটি প্রতিবেদন পাঠিয়েছে। সেখানে তারা আইভি স্যালাইনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছে। এজন্য ওই স্যালাইন পরীক্ষার জন্য ঢাকায় ওষুধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখনই কোম্পানির নামটা বলে ব্যবসায়িক ক্ষতি করতে চাচ্ছি না। পরীক্ষার রিপোর্টে যদি দেখি স্যালাইনেরই সমস্যা, তাহলে কোম্পানির সঙ্গে কথা বলব। আর স্যালাইনের সমস্যা না হলে আমাদের আরও অনুসন্ধান করতে হবে।

 

শেয়ার করুন

২ প্রসূতির মৃত্যুর কারণ জানাল রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতাল

আপডেট : ০৬:১৩:১২ পূর্বাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪

রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর দুই নারীর অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে স্বাস্থ্য বিভাগে দুটি প্রতিবেদন দেওয়া হয়েছে। হাসপাতালটি থেকে শনিবার রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনোয়ারুল কবিরের কাছে প্রতিবেদন দুটি দেওয়া হয়।

ডা. কবির বিষয়টি নিশ্চিত করে জানান, সিজারিয়ান অস্ত্রোপচারের আগে আইভি ফ্লুইড স্যালাইন দেওয়া হয়েছিল ওই নারীদের। পরে সিজারিয়ান অস্ত্রোপচার করা হয়। এরপর কিডনির কার্যক্ষমতা কমে তাদের মৃত্যু হয়। এছাড়া আরও এক নারীর শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়েছিল। কয়েকদিন চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ডা. কবির আরও বলেন, শুক্রবার বিষয়টি জানার পরে আমি ইসলামী ব্যাংক হাসপাতাল থেকে প্রতিবেদন চেয়েছিলাম। তারা আজ (শনিবার) দুটি প্রতিবেদন পাঠিয়েছে। সেখানে তারা আইভি স্যালাইনের পার্শ্বপ্রতিক্রিয়ার কথা বলেছে। এজন্য ওই স্যালাইন পরীক্ষার জন্য ঢাকায় ওষুধ প্রশাসন অধিদপ্তরে পাঠানো হয়েছে। এখনই কোম্পানির নামটা বলে ব্যবসায়িক ক্ষতি করতে চাচ্ছি না। পরীক্ষার রিপোর্টে যদি দেখি স্যালাইনেরই সমস্যা, তাহলে কোম্পানির সঙ্গে কথা বলব। আর স্যালাইনের সমস্যা না হলে আমাদের আরও অনুসন্ধান করতে হবে।